অদম্য সোলেমান মিয়া।প্রতিবন্ধী হয়েও থেমে নেই। প্রশিক্ষণ নিয়েছেন মোবাইল সার্ভিসিং এর উপর। স্বপ্ন নিজের একটা ছোট দোকান হবে। তারপর একটু একটু করে বড় হবে স্বপ্নের প্রতিষ্ঠান। মিঠাপুকুরের বিজিএস এর ট্রেনিং সেন্টারটি আমার ভালো লাগে। এখান থেকে ট্রেনিং নিয়ে ছেলেমেয়েরা স্বাবলম্বী হয়। ট্রেনিং শেষের আগেই আর এফ এল, এসি আই এর মতো কোম্পানিগুলো এসে ভালো স্যালারিতে […]